বুড়িচং প্রতিনিধি
বুড়িচং উপজেলার নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ দ্য চাইল্ড এন্ড উইমেন সংগঠনের উদ্যোগে দৈনিক মানবজমিন পত্রিকার ব্যবস্হাপনায় গতকাল সোমবার সকালে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শেষে আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক মো মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মুস্তফা কামাল, সহকারী শিক্ষা অফিসার খন্দকার উম্মে সালমা। সংগঠনের পরিচালক এনামুল হক সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শাহ আলম সুজন। আরো বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক কবি রানা হাসান, স্কুল কমিটির সহসভাপতি ইন্জিঃ আবু হানিফ, বিদুৎশাহী সদস্য আবদুল আলিম, সমাজসেবক শাহ নেওয়াজ রাসেল, সহকারী শিক্ষক নাজমা আক্তার,ফাতেমা আক্তার, আয়েশা আক্তার, জীবন কৃষ্ণ সাহা প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিগণ বিদ্যালয়ের সামনে বৃক্ষরোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।
কমেন্ট করুন