বুড়িচং ভরাসার হাই স্কুলে আন্ত ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধি।
বুড়িচং উপজেলার ভরাসার হাই স্কুলের ৮টি দলের অংশগ্রহণ করার পর গতকাল রোববার বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উভয় দল নির্ধারিত সময়ে সমান গোল করায় পরবর্তীতে অতিরিক্ত সময়ে ৮ম শ্রেণির খেলোয়াড়েরা ট্রাইব্রেকারে বিজয়ী হয়।
খেলা শেষে বিদবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় সদস্য ও বুড়িচং সাংবাদিক সমিতির সভাপতি মো. মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎশাহী সদস্য মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মোস্তফা ।
আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ খন্দকার, কামরুল ইসলাম প্রমূখ।
কমেন্ট করুন