স্টাফ রিপোর্টার
বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় কুমিল্লা শহরের কান্দিরপাড়স্থ একটি রেস্টুরেন্টে কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আবদুল আউয়াল সাগরের সভাপতিেত্ব ও সাবেক ছাত্রনেতা এম এ হামজার সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গন অধিকার পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাল আজাদের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আবদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক
সোহেল রানা সম্পদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজুওয়ানুল ইসলাম সজীব, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পরিবহন ইউনিট সভাপতি ওমর ফারুক সন্দীপ। বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পাঠান।
বাংলাদেশ লেবার পার্টির কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম,কুমিল্লা জর্জকোর্টের আইনজীবী এডভোকেট মোঃআবু তাহের চৌধুরী,জাহাঙ্গীর আলম,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বি-বাড়ীয়া জেলা সদস্য সচিব শিশির আহমেদ, চাঁদপুর জেলা সদস্য সচিব মোঃ রাজু,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কুমিল্লা মহানগর সদস্য সচিব সাইদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব বাপ্পি মজুমদার রনি,ফেনী জেলা আহবায়ক মোঃ এমদাদ হোসেন প্রমুখ
কমেন্ট করুন