
বুড়িচংয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন এ পর্যায়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
প্রেস ব্রিফিং এ ইউএনও জানান,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুড়িচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন।
তিনি আরো বলেন, উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ৪র্থ ধাপে ১৯৩ টি ঘর বিতরণ করা হয়েছে।
৪র্থ ধাপের ২য় পর্যায়ে ২২টি ঘরের চাবি হস্তান্তর করা হবে।
ব্রিফিং কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ,বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম(দৈনিক নয়া দিগন্ত),
আব্দুল মোমিন(দৈনিক ভোরের কাগজ) , মোঃ আলমগীর হোসেন( দৈনিক ইনকিবাল), বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ (দৈনিক জবাবদিহি),মোহাম্মদ ইকবাল হোসেন (দৈনিক যুগান্তর), রোকন (দৈনিক আমাদের কুমিল্লা),
মোঃ লোকমান খান(দৈনিক ভোরের কলাম), সাদেক (দৈনিক বাংলার আলোড়ন)।
উল্লেখ্য, আগামী ০৯ই আগস্ট আশ্রয়ণ প্রকল্পের বুড়িচং উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করার অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
কমেন্ট করুন