বরুড়া এস এম এ হামিদ (র) স্মৃতি শিক্ষা কাননে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন
স্টাফ রিপোর্ট: বরুড়া মহেশপুর চৌমুনি এস এম এ হামিদ (র)স্মৃতি শিক্ষা কানুন এর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উদযাপন ও স্কুলের ৩য় সেমিস্টার মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হয়।
২৫ সেপ্টেম্বর, সোমবার সকালে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আজাদ হোসাইন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার । বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মোসলেহ উদ্দিন , বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক মো. আবুল খায়ের (আবু) আন নূর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান শিক্ষক মো. মনির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক আকলিমা আক্তার, খাদিজা গআক্তার, মোরশেদা আক্তার, স্বপ্না আক্তার রিনা, আয়েশা আক্তার, সাহাদুল ইসলাম সবুজ।
কমেন্ট করুন