ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন সভাপতি এবং দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে সবকটি পদে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান সাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।
এ সময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য প্রধান শিক্ষক আমির হোসেন ভূঁইয়া ও তৌহিদুল ইসলাম তুহিন এবং বর্তমান সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এম এ জাফর (দৈনিক প্রভাত আলো ও দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন), কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি ও দৈনিক ফেনী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কিশাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়), দফতর সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল ও বিজনেস বাংলাদেশ), প্রচার সম্পাদক মো: শফি উল্লাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন ওছমান হারুন মাহমুদ দুলাল (এনটিভি ও দৈনিক জনকণ্ঠ), মোহাম্মদ শাহাদাত হোসেন (দৈনিক ফেনীর সময় ও দৈনিক নয়া দিগন্ত), আরিফুল আমিন রিজভী (বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়া পয়গাম), দিদারুল আলম (এটিএন নিউজ ও দৈনিক ফেনী) ও ওমর ফারুক (দৈনিক ইনকিলাব ও ডেইলি আওয়ার টাইম)।
সাধারণ সদস্যরা হলেন শাহজালাল রতন (দৈনিক সমকাল), আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার) যতন মজুমদার
(দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি), ইসমাইল হোসেন সিরাজী (পাক্ষিক মসিমেলা), মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন), জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ), আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন), মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা) ও সাহাব উদ্দিন (দৈনিক ফেনী)।
কমেন্ট করুন