ফিলিস্তিনিরা সমস্যার সমধান চায় না, কেবল ইসরাইল থেকে মুক্তি চায়, বলে মন্তব্য করেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত বেনইয়ামিন নেতানিয়াহু।
নিজেদের সফলতা নির্দেশ করে নেতানিয়াহু বলেন, ‘সবাই বলেছিল, ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া আরব বিশ্বের সাথে সমঝোতা সম্ভব নয়। অথচ আমরা স্বার্থকভাবে তা করে দেখিয়েছি। আমরা আমাদের আরব প্রতিবেশীদের সাথে নানা ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছি।’
অচিরেই সৌদি আরব ওই চুক্তিতে যোগ দিতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এটা অসম্ভব যে, আমরা সৌদি আরবের মৌনসমর্থন ছাড়া উপসাগরীয় দেশগুলোর সাথে ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছি।’
নেতানিয়াহু নতুন জোট সরকারের অ্যাজেন্ডা তুলে ধরে বলেন, আমাদের নতুন সরকারের বিশেষ অ্যাজেন্ডা থাকবে ইরানকে প্রতিহত করা। একইসাথে নতুন আরো কিছু চুক্তিতে আবদ্ধ হওয়া। এক্ষেত্রে সবিশেষ নজর দেয়া হবে সৌদি আরব বিষয়ে।
এ সময় একটি বক্তব্যের সূত্র ধরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন।
ট্রাম্প বলেছিলেন, ‘আমার সময় যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি সর্বাধিক বন্ধুভাবাপন্ন ছিল। আমি জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছি। ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাসকে স্থানান্তরিত করেছি জেরুসালেমে। আমি গোলান মরুভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছি
কমেন্ট করুন