ব্রাক্ষনবাড়ীয়ার কসবা উপজেলার জমশেদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক আবুল বরকতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) বাদ যোহর ঝাউতলা ছাতা মসজিদে জানাজা শেষে কুমিল্লা নগরীর টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সন্ধা ৭টার দিকে ঝাউতলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী…. রাজিউন। তিনি মৃত্যুকালে ১ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুনাগ্রহী রেখে যান। ডাঃ আবুল বরকত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা নাভানা হসপিটাল পরিবার। তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নাভানা হসপিটালের নির্বাহী পরিচালক মোঃ কবির আহমদ বলেন, তিনি চিকিৎসা সেবায় ব্রত ছিলেন। তিনি দির্ঘদিন ধরে সততার সাথে কুমিল্লার চান্দিনায় প্রেক্টিস করতেন। তাঁর মৃত্যুতে চান্দিনাবাসী একজন সেবক হারালো।
কমেন্ট করুন