কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (ক্যাজুয়ালিটি) ডাঃ নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও ডঃ সাইদুর আনোয়ার (সার্জারী) জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন।
সোমবার (০২ জানুয়ারি ২০২৩ সকালে) পরিচালকের কার্যালয়ে
ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিশাত সুলতানা।
সার্জারি বিশেষজ্ঞ ডা.নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘একজন চিকিৎসকের কাজ হচ্ছে জনগণকে চিকিৎসা সেবা প্রদান করা। আমরা আমাদের সেই দায়িত্ব পালন করতেছি। পরিচালক মহোদয় আমাদের উৎসাহ দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন,
দিন-রাত ডাক্তাররা নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের কাজের গতিকে সচল রাখতে কর্মক্ষেত্রেও চাই সুন্দর পরিবেশ।কর্মক্ষেত্রে প্রাণচঞ্চল ও আন্তরিক পরিবেশ থাকলেই ভালো সেবা দেয়া সম্ভব। স্যারদের উৎসাহ প্রদান আমাদের মানসিক প্রশান্তি দেয় ও কাজের গতি বাড়ায়।
কমেন্ট করুন