স্টাফ রিপোর্টার
আগামী ১০ডিসেম্বর বিএনপির গনসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে দলীয় নেতা কর্মীরা অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টনের আকাশ বাসাত। নেতা কর্মীদের পদচারণায় উজ্জীবিত হয়ে উঠে দলীয় কার্যালয়ের প্রাঙ্গন। শান্তিপূর্ণ ভাবে কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা-কর্মীদের উপর পুলিশ অর্তকিতভাবে গুলি চালায়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে বাধাঁ প্রদান করেন পুলিশ। এতে তিনি রাস্তায় বসে পড়েন।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন এ্যানীসহ বহু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কমেন্ট করুন