নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যানের জন্মদিনে
দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের বৃহৎ সামাজিক আন্দোলন “নিরাপদ সড়ক চাই”র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এবং জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর শুভ জন্মদিন উপলক্ষে এই আয়োজন করে, নিসচা দাউদকান্দি উপজেলা শাখা।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
নিসচা দাউদকান্দি শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল। সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিসচা’র পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।
এসময় আলোচনায় অংশ নেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও সংগঠক মোঃ আলী আশরাফ খান, নিসচা’র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ সফিকুল ইসলাম, মোহাম্মদ হানিফ খান, সাইফুল ইসলাম স্বপন, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ তারিকুল ইসলাম, মোঃ সোহেল আহমেদ, জসিম উদ্দিন জয়, অলিউল্লাহ সাহেম, সমাজকর্মী এখলাছুর রহমান মুন্সি, হাবিবুর রহমানও ইকরামুল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও সংগঠনের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মোঃ আবু তাহের নয়ন।
কমেন্ট করুন