1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

নিখোঁজ সংবাদ

  • আপডেট করা হয়েছে শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬৯৪ বার পড়া হয়েছে
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার আছাদনগর গ্রামের মোঃ আবদুল্লাহ আল ফাহিম বুড়িচং উপজেলার শিবরামপুর মামার বাড়ীতে বেড়াতে এসে। মামার বাড়ী থেকে নিজের বাড়ীতে যাওয়ার কথা বলে বের হয় কিন্ত আজও নিজের বাড়ী ফিরে যায় নি।
মোঃ আবদুল্লাহ আল ফাহিম,পিতা- মোঃ শাহ আলম, মাতা- মোসাঃ ছোটনা বেগম, গ্রাম- আছাদনগর,থানা-বি-পাড়া, জেলা কুমিল্লা। বয়স অনুমান ১৫ বছর, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, উচ্চতা অনুমান ৫ ফুট পড়নে খয়রী রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের জিন্স প্যান্ট পরিহিত ছিল। সে গত ২ জুলাই তার মামার বাড়ী বুড়িচং উপজেলার শিবরামপুর গ্রামের বেড়াতে গিয়ে আর ফিরে আসে নি। এই বিষয়ে বুড়িচং থানায় তার মাতা মোসাঃ ছোটনা বেগম সাধারণ ডায়েরী রুজু করেছেন। বুড়িচং থানার সাধারণ ডায়েরী নং-৩৬০, তারিখ-০৮/০৭/২০২১ইং।
অনুসন্ধানকারী
মোসাঃ ছোটনা বেগম
০১৭১০৮৭৯৯৭২
শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন