1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

নিখোঁজের ১৪ দিন পর মিললো যুবকের অর্ধগলিত লাশ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
  • চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২ আড়িয়ায় নিখোঁজের ১৪ দিন পর আখক্ষেত থেকে ইয়াদ আলী (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ৬২ নম্বর আড়িয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক খামারের জি ব্লকের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইয়াদ আলী একই উপজেলার তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের জোড়াতলাপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল লতিফ বলেন, বুধবার বিকেলে ‘জি’ ব্লকের আখক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় অর্ধগলিত লাশটি দেখে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর ইয়াদ আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের সদস্যরা ২৬ নভেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি আখক্ষেতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা সেটিকে ইয়াদ আলীর লাশ বলে সনাক্ত করে।

পরিবারের সদস্যরা জানায়, গত বছরের করোনা আক্রান্তের পর মস্তিস্কের সমস্যাজনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ইয়াদ আলী। মাঝেমধ্যেই না বলে চলে যেতেন এদিক-সেদিক। গত ২৪ তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ আখক্ষেত থেকে ইয়াদ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইস এম লুৎফুল কবীর বলেন, নিখোঁজের ১৪ দিন পর আখক্ষেত থেকে ইয়াদ আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন