ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের খান্নাপাড়া মাজার সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৬০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের মৃরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মুস্তফা কামাল।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকের কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট করুন