কুমিল্লা বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই কাজী হাসান উদ্দিন, এ এস আই মোঃ আবুল কাসেম সঙ্গীয় ফোর্স মজিবুর রহমান সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা গ্রামে অভিযান চালিয়ে একশত পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ জাবেদুল ইসলাম জানান যে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দেবপুর ফাঁড়ি পুলিশের এস আই কাজী হাসান উদ্দিন, এ এস আই মোঃ আবুল কাসেম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা গ্রামে অভিযান চালায়। পুলিশ আরও জানায় ভারেল্লা গ্রামে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া করে পুলিশ একজন কে আটক করে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে লুঙ্গির খোট থেকে একশত পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা গ্রামের মৃত আবু হানিফের ছেলে সফিকুল ইসলাম (২৯)। এঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে বুড়িচং থানার পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করে।
কমেন্ট করুন