1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় সুজানগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। বুড়িচংয়ে পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ফেনি কোস্ট ফাউন্ডেশনের গরুর খাবার বিতরণ বুড়িচং ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর। বুড়িচং পূজা মন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বুড়িচং বিএনপির নগদ অর্থ প্রদান। কুমিল্লা সীমান্ত এলাকায় ১জন আটক বুড়িচং উপজেলার পূজা মন্ডবে গুজবরোধ ও নিরাপত্তার লক্ষ্যে ইউএনও সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা। বুড়িচংয়ে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত া

দেড় দশক পর বিজেপির হাতছাড়া হচ্ছে দিল্লি পৌরসভা?

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে
  • ডেক্স রিপোর্ট

প্রায় আড়াই দশক আগে ভারতের রাজধানী দিল্লির গদি হাতছাড়া হয়েছিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির। এবার দেড় দশক পরে ঝাড়ু ঝড়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও (এমসিডি) হাত ছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। বুথফেরত সমীক্ষায় মিলল এমনই ইঙ্গিত। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের জনমোহিনী নীতির কাছে চুপসে যেতে চলেছে মোদি-শাহের ডবল ইঞ্জিন স্বপ্নের বেলুন।

সোমবার বুথফেরত সমীক্ষা বলছে, দিল্লির এমসিডি দখল করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। প্রায় প্রতিটি সমীক্ষায় মিলেছে একই ইঙ্গিত। ২৫০ আসনের দিল্লি পৌরসভায় ক্ষমতা দখল করতে প্রয়োজন ১২৬টি আসন। আজতক-অ্য়াক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১টি আসন, বিজেপি ৬৯-৯১টি ও কংগ্রেসের দখলে থাকতে পারে ৩-৭টি আসন। আবার নিউজ এক্স-জন কি বাতের বুথফেরত সমীক্ষার দাবি, আপ ১৫৯-১৭৫, বিজেপি ৭০-৯২ এবং কংগ্রেস পেতে পারে ৪-৭টি আসন। আপ ১৪৬-১৫৬টি, বিজেপি ৮৪-৯৪ ও কংগ্রেস ৬-১০টি আসন পেতে পারে বলছে টাইমস নাও-ইটিজির বুথফেরত সমীক্ষা। প্রায় একইরকম ইঙ্গিত মিলেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়। আপ ১৪৯-১৭১, বিজেপি ৬৯-৯১ ও কংগ্রেস ৩-৭টি আসন পেতে পারে দিল্লি পুরসভায়।

গুজরাতে গেরুয়া ঝড়ে আগাম পূর্বাভাস দিয়েছে প্রায় সব বুথফেরত সমীক্ষা। হিমাচলেও তীব্র লড়াই হতে পারে বিজেপি-কংগ্রেসের মধ্যে। দুই রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে উত্থান হতে পারে কেজরিওয়ালের দলের। কিন্তু এমন অবস্থায় দিল্লি পৌরভোটের বুথফেরত সমীক্ষায় মিলে গেলে বিপাকে পড়বে গেরুয়া শিবির। গোটা ভারতে যখন গেরুয়া-রাজ কায়েম করতে চাইছে মোদি-শাহ জুটি। এমন পরিস্থিতিতে দিল্লি পৌরসভা হাতছাড়া হলে সেটা মোটেও ভালো বার্তা হবে না দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

পৌরভোটের আগে গ্রেফতার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। তাকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেথা গেছে, জেলে তিনি বিশেষ সুবিধা পাচ্ছেন। আপের অভিযোগ, কুৎসার রাজনীতি করেছিল বিজেপি। কিন্তু বুথফেরত সমীক্ষা যদি মিলে যায় তাহলে গেরুয়া শিবিরের সেই কৌশল দিল্লিবাসী যে ভালোভাবে নেয়নি, তা স্পষ্ট হয়ে যাবে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন