নিজস্ব প্রতিনিধি:
দাউদকান্দিতে মরহুম ড. জসীম উদ্দিন আহমেদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর
উপজেলার গৌরীপুর দক্ষিণ বাজারের দাওয়াতুল কোরআন মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‘সৃষ্টি’ সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘সৃষ্টি’র সভাপতি মোঃ সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের আলোচক মুফতী মাও. মুক্তার হোসেন মুহাদ্দিস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘সৃষ্টি’ সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তণ বিশিষ্ট ব্যাংকার মোঃ শাহআলম, মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ বিল্লাল হোসেন,
মাও. তাজুল ইসলাম, হাফেজ ইকবাল হোসেন, হাফেজ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, ‘সৃষ্টি’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম রাসেল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, খতমে কোরআনের সদস্যগণ, ওই মাদরাসার শিক্ষকবৃন্দ ও ৪০ জন শিক্ষার্থী। পরে মাদরাসার এতিম ও সাধারণ ছাত্রদের দুপুরের খাবার পরিবেশন করা হয় ‘সৃষ্টি’ সংগঠনের পক্ষ হতে।
উল্লেখ্য যে, প্রখ্যাত ভাষাসৈনিক, আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী, একুশে পদক প্রাপ্ত ও দাউদকান্দির গর্বিত সন্তান ড.জসিম উদ্দিন আহমেদ গত ২১ সেপ্টম্বর বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁকে ২৫ সেপ্টম্বর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।