নিজস্ব প্রতিবেদক:
দাউদকান্দিতে ভাষা মতিন-এর ৮ম মৃত্যুবার্ষিকীতে
দোয়া মাহফিল ও মানবিক ডাক্তারদের সম্মাননা প্রদান করা হয়।
৭ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে ‘ভাষা মতিন রক্তজবা’ স্থানীয় সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন, সদ্য ইন্দিরা গান্ধী স্বর্ণপদক প্রাপ্ত রোটারিয়ান মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ দলিল লেখক ও সমাজসেবক এম এইচ মোহন, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন।
সংগঠনের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন, মাও
মোঃ আব্দুল আউয়াল এবং স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কবি আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী সমাজসেবী মোঃ সফিকুল ইসলাম, ‘সৃষ্টি’ সংগঠনের উপদেষ্টা ডাঃ গোলাম মোস্তফা, ‘সৃষ্টি’ সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে এলাকায় বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় মানবিক ডাক্তার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ এনামুল হক, ডাঃ মোহাম্মদ মহসিন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ শাহেবজাদা সুমন, করোনাকালে শতশত রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদানকারী মানবিক ডাক্তার খ্যাত, ডাঃ মুহাম্মদ কাউসার খান, ডাঃ ফারজানা হোসেন মৌসুমী, ডাঃ খাদিজা আক্তার ও মেডিকেল এসিস্ট্যান্ট আমেনা আক্তারকে।
এর আগে এই সংগঠনের পক্ষ থেকে জুম্মার নামাজের পর প্রায় ১শত ছিন্নমূল শিশু ও দরিদ্রদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।