নিজস্ব প্রতিবেদক:
দাউদকান্দিতে ‘ব্লাড ডোনার্স গৌরীপুর-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগস্ট বুধবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ কাউছার আহমেদের সভাপতিত্বে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাঁশ বাজার মাঠে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কবি, কলামিস্ট মো. আলী আশরাফ খান। বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ শফিউল বাশার সুমন,
মোঃ সফিকুল ইসলাম, মোঃ এখলাছুর রহমান মুন্সী, মোঃ মনির হোসেন ইব্রাহিম ও সমাজকর্মী মোঃ মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি প্রান্ত রায়, সেক্রেটারি মোঃ মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ সরকার ইমন, কার্যকরি সদস্য মোঃ আল-আমিন, মোঃ শরিফ আহমেদ, মোল্লা মোঃ ইয়াসিন, মোঃ মনির হোসেনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী বন্ধুরা।
পরে সর্বসম্মতিক্রমে সাংগঠনিক ত্রৈমাসিক কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয় এবং ভবিষ্যতে সংগঠনের কর্মপরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।