সিরাজগঞ্জের তাড়াশে বই উৎসবে সকল শ্রেণির ছাত্ররা বই পেলেও বই পায়নি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। রোববার (১ জানুয়ারি) তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই বই উৎসব অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক সূত্রে জানা গেছে, মাধ্যমিকে তিন লাখ ৮২ হাজার বইয়ের চাহিদা ছিল। সেখানে বই এসেছে এক লাখ ৮৮ হাজার। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির কোনো বই আসেনি। ফলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই থেকে বঞ্চিত হয়েছে।
গুল্টা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুশফিকুর রহমান জানান, সকালে সেজেগুজে নতুন বইয়ের জন্য বিদ্যালয়ে যাই। কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণির কোনো শিক্ষার্থীই বই পায়নি।
লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান বলেন, সব শ্রেণির শিক্ষার্থীরা বই পেলেও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এখনো বই পায়নি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান, আগামী সপ্তাহের মধ্যে ষষ্ঠ শ্রেণিসহ সকল শ্রেণির অবশিষ্ট বই পাওয়া যাবে। তখন সব প্রতিষ্ঠানেই বই পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, বই উৎসবটি উদ্ধোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপকা ডা: মো: আব্দুল আজিজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
কমেন্ট করুন