1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচং জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Gdzie można znaleźć bezpłatne zasoby mostbet no deposit bonus code 2024 ড. নেয়ামত উল্লাহ ভূইয়া পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ। বুড়িচংয়ে মাদক ব্যবসায়ী ফেন্সি কামাল গ্রেফতার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্রধারীদের আটক। কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় ২জন গ্রেপ্তার। বুড়িচং নিমশার কলেজে বিএনপির জনসভা অনুষ্ঠিত। বুড়িচং বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ। কুমিল্লায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সলিম উল্লাহ, সেক্রেটারি মাসুদ রানা নির্বাচিত ।

তত্ত্বাবধায়ক সরকার নয় স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি– বাংলাদেশ ইসলামি ফ্রন্ট।

  • আপডেট করা হয়েছে শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তত্বাবধায়ক সরকার নয় স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি———– বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

( ৫ আগস্ট ঢাকায় বড় সমাবেশের ডাক দিয়েছে দলটি)

গাজী জাহাঙ্গীর আলম জাবির,ঢাকা থেকে।। আজ বুধবার (০২ আগস্ট) বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত আগামী ৫ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন এর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ বলেন-বর্তমানে দেশে নির্বাচনী ব্যবস্থা একপ্রকার ভেঙ্গে পড়েছে। নির্বাচন কমিশন কার্যকর স্বাধীন না হওয়ায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার সৃষ্টি, দৈনন্দিন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও হিংসা-বিদ্বেষ বাড়ছে। গভীর উদ্বেগের বিষয় , আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দুই বৃহৎ রাজনৈতিক জোট পাল্টাপাল্টি কর্মসূচি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বক্তব্য-বিবৃতি দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। দুই বৃহৎ রাজনৈতিক জোটের এমন দায়িত্বহীন রাজনৈতিক আচরণে দেশবাসী আজ শংকিত।

লিখিত বক্তব্যে মহাসচিব আরও বলেন- দেশে একদিকে বৈশ্বিক মন্দা, রেকর্ড মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া দরিদ্রপীড়িত মানুষগুলো অনাহারে, অর্ধাহারে কঠিন সময় পার করছে। অন্যদিকে অসহায় জনতার টাকা আত্মসাৎ, কিছু আমলা ও রাজনীতিবীদ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকার পাহাড় গড়ার মহোৎসব চলছে। কঠিন মুহূর্তে দেশে যখন জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবীতে পরিণত হয়েছে, সেই মুহূর্তে দুই বৃহৎ জোটের পরস্পর বিপরীত এক দফা রাজনৈতিক দাবী দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এ ব্যাপারে আমাদের দাবী অত্যন্ত স্পষ্ট, আর তা হল- সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের আয়োজনের বিকল্প নেই।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করা সময়ের দাবী।

আমরা বিশ্বাস করি, দেশের মানুষ শান্তি চায়। শান্তিতে বসবাস ও জীবনযাপন করতে চায়। সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ চায় না। তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দুর্নীতির করালগ্রাস থেকে মুক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মূক্ত সমাজ, সব দলের অংশগ্রহণে সংঘাতমুক্ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণমানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এসব দাবীতে ৫ আগস্ট, শনিবার, সকাল ৯টায় ঢাকা বায়তুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। অবহেলিত শান্তিপ্রিয় জনতার অধিকার আদায়ের লক্ষ্যে সর্বস্তরের জনতার অংশগ্রহণে উক্ত মহাসমাবেশ সফল করার জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত সৈয়দ মসিহুদ্দৌলা, সৈয়দ মুহাম্মদ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদরী, এডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, এডভোকেট ইকবাল হাসান, দপ্তর সচিব মোঃ আব্দুল হাকিম ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমূখ।
শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন