স্টাফ রিপোর্টার:
কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখীল ফাঁড়ি পুলিশের একটি দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চানপুর ব্রীজ এলাকা থেকে সিএনজি অটোরিক্সায় থাকা জসিম উদ্দিন প্রকাশ নায়ক জসিম (৩৮) ও জাকির হোসেন মিন্টু (৩৮) নামের দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সুত্র জানায়, জেলার আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন ছত্রখীল ফাঁড়ি পুলিশের এসআই শরীফুর রহমানের নেতুত্বে একটি দল গত বুধবার গভীর রাতে চাঁনপুর ব্রীজের দক্ষিণ পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় একটি অনটেষ্ট সিএনজি অটোরিক্সা থেকে জসিম ও জাকির নামের দু’মাদক ব্যবসায়ীকে আটকে তাদের কাছ থেকে ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করে। আটক জসিম আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর কবিরাজবাড়ির মোখলেছুর রহমানের এবং জাকির একই ইউনিয়নের বাচিয়া মুহুরীবাড়ির কামাল মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠালে বিজ্ঞবিচারক জেল হাজতে পাঠিয়ে দেয়।
কমেন্ট করুন