- চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব-২০২৩ পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, দাতা সদস্য কাজী আবু তাহের মাছুম, অভিভাবক সদস্য কাজী বাবুল, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আবদুল্লাহ প্রমুখ। অপরদিকে পৌরসভার ফালগুনকরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু। মাস্টার শহিদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, পৌর আ’লীগ নেতা জসিম উদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমেন্ট করুন