কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ‘ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আজকের সিলেটের প্রতিনিধি রুহুল আমিন বাবুলকে সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৩০ জুলাই) কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এডভোকেট শাহজাহান চৌধুরী ১০ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সভাপতি এমএএইচ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লবীব আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়ামিন আরাফাত, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।
ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ফখর উদ্দিন প্রমুখ।