৬০ বিজিবি কর্তৃক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক চোরাকারবারী আটক।*
স্টাফ রিপোর্ট :
১৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান হতে ১,৪৬,৬০,০০০/- (এক কোটি ছেচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিস এবং ০১টি মোটর সাইকেলসহ মাদক চোরাকারবারী মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম- শ্রীপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট করুন