কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পুনরায় সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক করা হয় সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হককে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
কমেন্ট করুন