স্টাফ রিপোর্টার:
কুমিল্লা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এবং এস আই শাহিন কাদিরসহ ডিবি পুলিশের একটি দল সদর দক্ষিণ থানার রামপুর রাস্তার মাথা হতে জেলার দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে আনিসুর রহমান এবং একই উপজেলার দয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন ১০কেজি গাজাসহ আটক করেছে।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে ১৯ এপ্রিল সকালে সদর দক্ষিণ থানার ভাটপাড়া এলাকা হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ জেলার সদর দক্ষিণ থানার দরিবঠগ্রামের সোলেমান এর ছেলে মোহাম্মদ সাব্বির হোসেনকে আটক করেছে। উভয় ঘটনায় মাদক আইন মামলা রুজু করে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট করুন