গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বই বিতরন উৎসব দিবসে সারাদেশের ন্যায় কুমিল্লায় নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়েছে শিক্ষার্থীরা। বই পেয়ে খুশির ঝিলিক দেখা গেছে তাদের মধ্যে। নতুন বই যেন শিক্ষার্থীদের জন্য ছিল নববর্ষেরই এক উপহার। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা। রবিবার (০১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) সকাল ১১ টায় কুমিল্লার চকবাজার ঐতিহ্যবাহী “কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায়” দোয়া ও মোনাজাতের মাধ্যমে বই বিতরনের উদ্ভোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এসময় মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল মতিনসহ,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন শিক্ষকরা। মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী হাফেজ আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল বলে, বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছি। এটা আমার জন্য বছরের সবচেয়ে বড় উপহার।অনেক ভালো লাগছে। বই বিতরণ উৎসবে বক্তারা বলেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার কুশলী কারিগর। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এদিকে বছরের প্রথম দিনে শীতকে উপেক্ষা করে কুমিল্লায় স্কুল,মাদরাসাগুলোতে উপস্থিত হয় শিক্ষার্থীরা। নতুন বছরের শীতের সকালে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
কমেন্ট করুন