কুমিল্লায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেরাতপাঠ, হাম-নাত, উপস্থিত বক্তৃতা,রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃতি, ইসলামি সাধারণ জ্ঞান, আযান ইত্যাদির প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় শিশু- কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ উপজেলা পর্যায়ে “আযান” বিষয়ে ক গ্রুপের প্রতিযোগীতায় অংশ গ্রহন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদেরদের হাতে পুরস্কার ও সম্মাননা পত্র তুলে দেন। পুরস্কার পেয়ে আব্দুল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান।ইসলামিক ফাউন্ডেশন যা ২২ মার্চ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হাত ধরেই গঠিত হয়। এই ফাউন্ডেশনের পুরস্কার পেয়ে আমি আনন্দিত হয়েছি। এটা আমার এবং আমার পরিবারের জন্য আনন্দের।
কমেন্ট করুন