1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে গণ অধিকার পরিষদের অফিস উদ্বোধন বুড়িচং দারুস সালাম মাদ্রাসা মিলাদ ও দোয়া মাহফিল বুড়িচংয়ে আমন ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক কিশাণিরা কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের নগদ অর্থ ও হুইল চেয়ার প্রদান করা হয়। বুড়িচংয়ে ট্রেনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা বুড়িচং বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ দেশ বিরোধী অরাজকতা প্রতিরোধে বুড়িচং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বুড়িচং ছাত্র-জনতা অভ্যুত্থানের আহত শহীদদের পরিবারের সাথে স্মরণ সভা বুড়িচংয়ে অর্থনৈতিক শুমারি অবহিতকরন সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় ২জন গ্রেপ্তার।

  • আপডেট করা হয়েছে সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার ২ জন গ্রেপ্তার।

আনাস হুসাইন, বুড়িচং, কুমিল্লা।

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিন উপজেলার বড়পুকুরপাড় এলাকায় ২০ অক্টোবর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার এবং একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ দুলাল।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বুড়িচং এর নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। এ ঘটনায় অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হয়। এ ব্যপারে বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন