গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা
কুমিল্লার দেবীদ্ধার সংচাইল এলাকায় প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মিরপুর হাইওয়ে ফাড়ি পুলিশ। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
১৪ ডিসেম্বর সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার সংচাইল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামি ইমদাদুল হাসান সোহাগ (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া (মাইজখার) এলাকার রউফ মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাঠেরপুল এলাকায় একটি ছাই রংয়ের প্রাইভেটকার গাঁজা ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে মাদকের একটি বড় চালান কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে যাবে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁর এলাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মিরপুর হাইওয়ে ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর নজরুলের নেতৃত্বে দেবিদ্বার সংচাইল আউয়াল চেয়ারম্যানের মাছের খামারের নিকট মিরপুর পুলিশ ফাঁড়ির প্রস্তাবিত নতুন ফাঁড়ি সংলগ্ন এলাকায় সড়কে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।এসময় ঢাকা মেট্রো গ ১২-৩০৬৯ নম্বরের ছাই রংয়ের প্রাইভেটকার তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে মিরপুর ফাড়িঁর পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নজরুল ইসলাম পিপিএম জানান, আটককৃত আসামীসহ দুইজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
কমেন্ট করুন