1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

কুমিল্লার দেবিদ্বারে প্রাইভেটকার উল্টে নিহত ১

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হেকিম মিয়া (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অপর এক পথচারী, প্রাইভেটকারচালক ও যাত্রীসহ আরো চারজন আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনুমিানিক সকাল ৭টায় ছগুরা বাজারে নাস্তা খেয়ে স্থানীয় ‘পপুলার এগ্রো ইন্ডাষ্ট্রিজ’-এর দু’শ্রমিক হেকিম মিয়া ও সাহিদা বেগম (৪৫) কর্মস্থল যাচ্ছিলেন। এ সময় কুমিল্লামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পাশের জমিতে পড়ে।

জানা যায়, স্থানীয়রা প্রাইভেটকারের ভেতরে থাকা চালক (৩৫), মহিলা (২৮) ও শিশু (৮) এবং পাশে পড়ে থাকা সাহিদা বেগমকে উদ্ধার করেন। প্রাইভেটকারের যাত্রীদের ভাষ্যানুযায়ী, কারের নিচে চাপা পড়া হেকিম মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ওই দু’শ্রমিককে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেকিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত সাহিদা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ সময় প্রাইভেট কারে থাকা চালক ও যাত্রীরা পালিয়ে যায়।

হেকিম মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজারিয়া গ্রামের মৃত এহসান আলীর ছেলে। অপর গুরতর আহত শ্রমিক সাহিদা বেগম দেবিদ্বার উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: কামাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের লাশ পুলিশ ফাঁড়িতে আছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে প্রাইভেটকারের চালকসহ তিন যাত্রী পালিয়ে যায়। নিহতের স্বজনরা আসার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন