গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আশফাক আহমেদ শিহাব (৩৪) মারা গেছেন।
শনিবার তার মৃত্যুর খবর পাওয়া যায়। পল্লবী থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে ২০১৫ সালের ৭ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
মৃত বন্দি আশফাক আহমেদ শিহাব টাঙ্গাইল সদরের রেজিস্ট্রিপাড়া গ্রামের মোস্তফা শফির ছেলে।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আশফাক শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তখন তাকে দ্রুত কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শহিদ তাজউদ্দীন আহমাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কমেন্ট করুন