স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতে করোনা ভাইরাসের অবস্থান এমনিতেই খুব খারাপ। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর হার আগের অনেক বেশি। অক্সিজেন অভাবে মারা যাচ্ছেন অনেকে। এমন অবস্থায় আইপিএল চলছে, তা নিয়ে সমালোচনা কম হয়নি। অনেক ক্রিকেটার নিজেদের সুরক্ষায় চলে যান নিজ দেশেও।
তারপরও চলছিল আইপিএল। গত সোমবার করোনার কারণে স্থগিত হয়ে যায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচটি। খবর আসে কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত।
এর একদিন পর মঙ্গলবার চূড়ান্ত খবরই আসলো। এবার বিসিসিআই আইপিএলের চলমান আসরই স্থগিত করে দিল। কবে থেকে ফের শুরু হবে আইপিএলের বাকি অংশ, তা বিস্তারিত জানা যায়নি।
কমেন্ট করুন