কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে র্ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা সহায়তা ও অবোকাঠামো উন্নয়ন সহায়তা চেক বিতরন অনুষ্ঠান গতকাল মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার । কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো রক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সুচনা, প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি, প্যানেল মেয়র কাউসারা বেগম সুমি। অনুষ্ঠাানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ,কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, কাউন্সিলর নাদিয়া নাসরিন, ৭-৮ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, ৫নং ওযার্ড কাউন্সিলর রায়হান আহম্মেদ, ১৭ নং ওযার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইকরাম, ইউএনডিপি প্রজেক্টের টাউন ম্যানেজার আব্দুল হান্নান, অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯,২০,২১ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ও মহানগর মহিলা যুবলিগের সাধারন সম্পাদক উম্মে সালমা লিজা প্রমুখ।
কমেন্ট করুন