1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়ার ১৫ নাম্বার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রশিদ (৩৩)

শনিবার (৭ জানুয়ারি) রাত পৌণে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ ওই ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি বলে এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়। এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি। তবে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ওই ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার রাতে একদল দুষ্কৃতিকারী ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি রশিদ আহমদের শেডে (বাড়িতে) ঢুকে রশিদ আহমদকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের অন্য কয়েকজন রোহিঙ্গা গুরুতর আহত রশিদ আহমদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় রশিদ আহমদের মৃত্যু হয়। কারা এই হত্যার কাজটি করেছে তার সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ।

তিনি জানান, রশিদ আহমদের লাশ এমএসএফ হাসপাতালে রয়েছে। তার লাশের সুরতহাল
প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন