১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয়ের ৫১ বৎসর পূর্তি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় উদযাপিত ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পর্যন্ত ৯ দিন ব্যাপী বিজয় উৎসব, ২০২২ এর সমাপ্তির দিনে ইস্টার্ন মেডিকেল কলেজ, কাবিলা ক্যাম্পাস সেজেছিল নতুন রূপে। মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী, লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছিল বিজয়ের এই ক্যাম্পাস। সকাল ১১টায় বিজয় উৎসব, ২০২২ এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম, নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম সমেত দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিজয় উৎসবের বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরবর্তীতে কাবিলা ক্যাম্পাসে স্থাপিত বিজয় মঞ্চ শাণিত’৭১ এ বিজয় র্যালির সমাপ্তান্তে সকল বীর শহীদ ও বীর মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। মহান স্বাধীনতার চেতনায় দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাদ জুমা মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৯ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইএমসি-১৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্বাধীনতার দেয়ালিকা প্রকাশ এবং সর্বশেষ সন্ধ্যা ৬:৩০ মিনিটে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিজয় দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, আলোচনা করেন বিজয় উৎসব ২০২২ এর পৃষ্ঠপোষক ড. শাহ্ মোঃ সেলিম, ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার, নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম, মেডিসিন বিভাগের অনারারী অধ্যাপক অধ্যাপক ডাঃ মোঃ শাহাব উদ্দিন, নারী নেত্রী ড. জে.এন. লিলি, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার। সবশেষে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনামূলক গান, নাচ, নাটক ভারতীয় ছাত্র-ছাত্রীরা স্ব-স্ব রাজ্যের- মনিপুর, মেঘালয়, কাশ্মির, কেরালার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও বিজয় উৎসব ২০২২ এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইএমসি-১৪ ব্যাচের শিক্ষার্থীরা।
কমেন্ট করুন