স্টাফ রিপোর্টারঃ-
ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চিটাগং নবম সাধারণ সভা ও ক্লাবের চতুর্থ বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল আইপিপি ক্রিস্টিনা জয়তি ম্যানডেসের বাসভবনে ক্লাবে প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহারের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেরিন নিজাম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি ক্রিস্টিনা জয়তি ম্যান্ডেস, ভিপি রেশমি মান্নান, ভিপি ম্যাগনোলিয়া ডিম্পল পিনেরিও,ট্রেজারার ফাতেমা আক্তার, আইএসও যেবুন্নেছা চৌধুরী, ক্লাব করোসপন্ডেন্ট মেহেরীন ইসলাম, ইসি কমিটির মেম্বার ও সদস্যগণ।
কমেন্ট করুন