নির্বাচন নিয়ে আশাহত হয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, শিগগিরই যে দেশে সাধারণ নির্বাচন হচ্ছে- এ ব্যাপারে তিনি আর আশাবাদী নন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমান আমদানি সরকারের সঙ্গে কথা বলে লাভ নেই বলেও জানান ইমরান খান। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, কেবলমাত্র সেনাবাহিনী প্রধান দেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানান ইমরান খান।
গতকাল বুধবার জামান পার্ক বাসভবনে পিটিআই চেয়ারম্যান মিডিয়া কর্মকর্তাদের সঙ্গে আরও বলেন, সরকারকে শিগগিরই নির্বাচনের আহ্বান জানানোর চেয়ে যে সব শক্তি পিডিএম সরকারকে সমর্থন করছে তাদের বোঝানো বেশি গুরুত্বপূর্ণ।
ইমরান খান বলেন, দেশে একটি টেকনোক্র্যাট সরকার বসানোর কথা শোনা যাচ্ছে। এটি আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে সরকার শিগগিরই যেকোনো সময় সাধারণ নির্বাচন দিতে আগ্রহী নয়।
কমেন্ট করুন