ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলকে সামনে রেখে শনিবার সকালে বৈঠকে বসবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি মেনে উপদেষ্টা পরিষদের সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে বলেছেন।
দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ২৮ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে কাউন্সিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
কমেন্ট করুন